1 . রূপকল্প-২০৪১ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সােনার বাংলা গড়ার প্রত্যয়ে ২০৪১ সালকে বিশেষ বিবেচনায় নিয়েছে সরকার। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ‘রূপকল্প ২০৪১। জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় অনুমােদিত হয়েছে ‘রূপকল্প ২০৪১ বাস্তবে রূপায়ণ: বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা ২০২১২০৪১’, গত ২৫ ফেব্রুয়ারি ২০২০। রূপকল্প-২০৪১ পরিকল্পনাটির প্রাতিষ্ঠানিক স্তম্ভ চারটি: সুশাসন, গণতন্ত্র , বিকেন্দ্রীকরণ ও সক্ষমতা বৃদ্ধি। এর ভিত্তিমূলে রয়েছে দুটি প্রধান অভীষ্ট: ১. ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি উন্নত দেশ, যেখানে মাথাপিছু আয় হবে ১২,৫০০ ডলারের বেশি, ২. বাংলাদেশে হবে সােনার বাংলা, যেখানে দারিদ্র হবে সুদূর অতীতের ঘটনা। এই পরিকল্পনার কৌশলগত অভীষ্ট ও মাইলফলকগুলাে হলাে- রপ্তানিমুখী শিল্পায়ন এবং কাঠামােগত রূপান্তর, উৎপাদনশীলতা বাড়াতে কৃষি খাতে মৌলিক পরিবর্তন, ভবিষ্যতের সেবা খাত গ্রামীণ কৃষি অর্থনীতিকে প্রাথমিকভাবে শিল্প ও ডিজিটাল অর্থনীতিতে রূপান্তরের জন্য সেতুবন্ধন রচনা, একটি উচ্চ আয়ের অর্থনীতির দিকে অগ্রযাত্রা কৌশলের অপরিহার্য অংশ হবে নগরের বিস্তার, যা “আমার গ্রাম, আমার শহর” প্রত্যয় দ্বারা অনুপ্রাণিত, একটি অনুকূল পরিবেশের অপরিহার্য উপাদান হবে দক্ষ জ্বালানি ও অবকাঠামাে, যা দ্রুত, দক্ষ ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে; জলবায়ু পরিবর্তনসহ আনুষঙ্গিক পরিবেশগত সমস্যা মােকাবেলায় একটি স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণ; একটি দক্ষতাভিত্তিক সমাজ বিনির্মাণে বাংলাদেশকে জ্ঞানভান্ডার দেশ হিসেবে গড়ে তােলা।
-
Attach answer script
View Answer | Discuss in Forum | Workspace | Report |